সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লামায় আগুনে পুড়ে গেছে দুই তামাকচুল্লী, ক্ষয়ক্ষতি ৭ লাখ

লামায় আগুনে পুড়ে গেছে দুই তামাকচুল্লী, ক্ষয়ক্ষতি ৭ লাখ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

লামা পৌরসভার লামামুখ বাজার সংলগ্ন দুইটি তামাক চুল্লী আগুনে পুড়ে গেছে। বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় তামাক পুড়াতে গিয়ে অসতর্কতা বশত আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত চাষীরা জানিয়েছেন, তামাক ও চুল্লী পুড়ে তাদের প্রায় ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া তামাক চুল্লী দুইটির মালিক লামামুখ বাজারের মৃত কালা মিয়ার ছেলে তামাক চাষী মোঃ মালু (৬২) ও দরদরী বরিশাল পাড়ার বাসিন্দা মৃত শুক্কুর ফরাজির ছেলে তামাক চাষী মোঃ বাদশা মিয়ার (৫২)।

আগুন নিয়ন্ত্রণে লামা ফায়ার সার্ভিস, লামা ছাত্রলীগ, লামা রেড ক্রিসেন্ট যুব ইউনিট ও স্থানীয় লোকজন কাজ করে। ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

লামা ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থল ফায়ার সার্ভিস স্টেশন হতে প্রায় ৫ কিলোমিটার দূরে। খবর পাওয়া মাত্র আমরা ১৫ মিনিটের মধ্যে মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। তবে লামা-রূপসীপাড়া সড়কে ঘনঘন গতিরোধক দেয়ায় আমাদের পানি লোড গাড়ি যেতে বিলম্ব হয়েছে।

তামাক চাষী মোঃ মালু ও মোঃ বাদশা মিয়া বলেন, তামাক পুড়াতে গিয়ে অসতর্কতাবশত আগুন লেগে যায়। আমাদের প্রায় ৫ লাখ টাকার পুড়ানো ও কাঁচা তামাক পুড়ে গেছে। এছাড়া দুইটি তামাক চুল্লী পুড়ে আরো ২ লাখ টাকা ক্ষতি হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Abdullah-Sagar-17-4-24.jpeg

পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের অবহেলিত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/