সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় কোয়ান্টামের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৬ হাজার মানুষ

লামায় কোয়ান্টামের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৬ হাজার মানুষ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা উপজেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন’র উদ্যোগে দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৫ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনের শাফিয়ান মিলনায়তনে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবার উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- প্রফেসর ও বিজ্ঞানী ড. এম শমশের আলী। এ সময় কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজি শহীদ আল্ বোখারী, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপাস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিজাম উদ্দিনের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০৪ জন মেডিসিন, হৃদরোগ, দন্তরোগ, চর্মরোগ, শিশুরোগ, সার্জারি, চক্ষুরোগ, নাক-কান-গলা, অর্থোপেডিক্স, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক আগত রোগীদের নানা রোগের চিকিৎসা সেবা দেন।

এতে লামা উপজেলা সহ আশপাশের অন্যান্য উপজেলার ৬ সহস্রাধিক পাহাড়ি বাঙ্গালি নারী-পুরুষ চিকিৎসা সেবা নেয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/