সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ শুরু

লামায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ শুরু

অভ্যান্তরিক টোল, ব্যাংক লোন প্রাপ্তিতে ভোগান্তি ও অতিরিক্ত বিদ্যুৎ বিল উন্নয়নের অন্তরায়

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামায় তিন দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে লামা প্রাণী সম্পদ বিভাগ আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের শুরু করে। সকালে উপজেলা পরিষদ হতে এক র‌্যালি বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে প্রাণী সম্পদ বিভাগ অফিসস্থ আলোচনা সভায় গিয়ে শেষ হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। প্রাণী সম্পদ দফতরের এফএএআই মহসিন রেজা মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সায়েদ ইকবাল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ রাজু, কৃষি কর্মকর্তা নূরে আলম, পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন বিশেষ অতিথি ছিলেন।

শেষে উপস্থিত অতিথিরা কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পোল্ট্রি ফার্ম এ্যাসোসিয়েশনের সভাপতি আবু মঞ্জুর ও সহ-সভাপতি নুর মোহাম্মদ মিন্টু।

নুর মোহাম্মদ মিন্টু বলেন, প্রাণীজ সম্পদ পরিবহনে লামা পৌরসভার অতিরিক্ত টোল আদায়, ব্যাংক লোন প্রাপ্তিতে ভোগান্তি ও খামারী ভাইদের ব্যবহৃত বিদ্যুৎ বাণিজ্যিক হিসাবে দেখিয়ে অতিরিক্ত বিল উন্নয়নের অন্তরায়। তিনি উপস্থিত অতিথিদের মাধ্যমে এইসব ভোগান্তি নিরসনে সহায়তা কামনা করেন।

ডা. জুয়েল মজুমদার বলেন, তিন দিনব্যাপী দিবসের মধ্যে সোমবার উপজেলার গজালিয়া ইউনিয়নের হেডম্যান কার্যালয় সংলগ্ন মাঠে বিনামূল্যে গবাদি পশু চিকিৎসা সেবা ও টিকাদান কর্মসূচি, মঙ্গলবার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচিতে ছাত্রছাত্রীদেরকে ডিম খাওয়ানো হবে। দিবসটি উপলক্ষে ২০ হতে ২৪ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হবে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/