সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামা ও আলীকদমে উন্নয়ন মেলার উদ্বোধন

লামা ও আলীকদমে উন্নয়ন মেলার উদ্বোধন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় টাউন হলে উপজেলা প্রশাসন আয়োজিত এ উন্নয়ন মেলা উদ্বোধন করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীন্দ্র মোহন মন্ডল, তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন চৌধুরী, এলজিইডি প্রকৌশলী মো. মোবারক হোসেন, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

উন্নয়ন মেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লামা পৌরসভা, বন বিভাগ, হিসাব রক্ষণ কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, নির্বাচন কমিশন অফিস, একটি বাড়ি একটি খামার, পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার ও ভিডিপি কার্যালয়, সমাজ সেবা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ পুলিশ, খাদ্য ও স্বাস্থ্য বিভাগ, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক. উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, তথ্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ সরবরাহ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, হর্টিকালচার সেন্টার, এগ্রো সার্ভিস সেন্টার, গ্রাম ভাটি, কৃষি বিপনন অধিদপ্তর নিজেদের সেবা সমূহ প্রদর্শন করে। সরকারী নির্দেশনা থাকলেও বেশ কয়েকটি সরকারী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেনি। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অপরদিকে পার্শ্ববর্তী আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগেও একই সময়ে উপজেলা পরিষদ চত্বরে মেলা শুরু হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, নির্বাহী অফিসার মো. নায়েরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শুরু হয়ে এ মেলা চলবে শনিবার পর্যন্ত।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/