সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার ৩৪ সদস্য

শপথ নিলেন শাহবাজের মন্ত্রিসভার ৩৪ সদস্য

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/04/Pakistan-Ministar-Kebinet.webp?resize=620%2C348&ssl=1

অনলাইন ডেস্ক :
অবশেষে শপথ নিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভার ৩৪ সদস্যের।

মঙ্গলবার তারা শপথ নেন। সোমবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। প্রতিবেদনে বলা হয়, আইন-ই-সদরে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ করাতে অপারগতা জানানোর পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে তার অনুপস্থিতিতে সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ করান।

মঙ্গলবার ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্যমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শপথ নেন।

মন্ত্রিসভা পরিষদের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের প্রধান শরীক ও ন্যাশনাল অ্যাসেম্বলির শীর্ষ দল পিএমএল-এন থেকে ১২ কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পিপিপি থেকে এসেছেন নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপদেষ্টা।

জেইউআইএফ থেকে ৪, এমকিউএম-পাকিস্তান থেকে ২ এবং জেডব্লিউপি, বিএপি ও পিএমএল-কিউ থেকে একজন করে মন্ত্রী নিয়োগ পেয়েছেন।

রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন হলো পাকিস্তানে। শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা গঠন করলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ক্ষমতাসীন জোট কোনো একটি সুবিধাজনক সময়ে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করবে বলে জানা গেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/