সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শষা চাষে ব্যাপক সাফল্য ঈদগাঁওর কৃষক জাফরের

শষা চাষে ব্যাপক সাফল্য ঈদগাঁওর কৃষক জাফরের

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Farmer-Jafar-Sagar-26-1-21.jpg?resize=540%2C296&ssl=1
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দেশীয় শষা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষক জাফর আলমের। শসা বিক্রি করে ভালো দাম পেয়ে জাফরের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে, শীতকালীন সবজির জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এটি। মহামারির মাঝেও প্রথম বারের মত শসার বাম্পার ফলন হয়েছে।

ঈদগাঁও স্টেশনের সন্নিকটে দরগাহ সড়ক এর পাশে জাফর মাত্র ৪০ কড়া জমিতে শসার চাষ করেছেন। তিনদিন পর পর মণের কাছাকাছি শষা উত্তোলন করেন এই মালিক। নিজ হাতে ফলানো ফল ব্যবসায়ী দের মাঝে ন্যায্যমূল্য শষা বিক্রি করতে পেরে কৃষক খুশিতে আত্বহারা ও আনন্দিত।

তিনি ১৩ বছর পূর্বে চকরিয়া থেকে এখানে আসে। এই প্রথমবারের মত শষা চাষাবাদ করে স্থানীয়দের মাঝে চমক সৃষ্টি করেছেন। তেমনি সফলতারও দেখছেন। আগামীতে আরো বেশি জমিতে এই চাষাবাদ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

গতকাল শষা চাষী জাফর আলমের সাথে তার ক্ষেতে কথা হলে উপরোক্ত তথ্যাবলী বেরিয়ে আসে। তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার শসার ফলন ভালো হয়েছে। ব্যবসায়ীদের কাছে দেশীয় শষা কেজি প্রতি ২৫ টাকা দরে বিক্রি করছেন বলেও জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/