সাম্প্রতিক....
Home / জাতীয় / শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণে হাইকোর্টে আবেদন

শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণে হাইকোর্টে আবেদন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Shekh-Hasina.jpg?resize=620%2C322&ssl=1

সুপ্রিম কোর্টের এক আইনজীবী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণে হাইকোর্টে আবেদন করেছেন।

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে মন্ত্রী পরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো.কামরুজ্জামান এ রিট দায়ের করেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী কামরুজ্জামান জানান, দুর্নীতির অভিযোগ তুলে বিদেশিরা যখন সরে গেল তখন পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত হয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। এর জন্য তো তিনি ক্রেডিট পেতে পারেন। তাই তার নামে নামকরণ চেয়ে আবেদন করেছি।

 

 

সূত্র: lawyersclubbangladesh.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ#https://coxview.com/21-february/

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

  অনলাইন ডেস্ক :মহান ২১ ফেব্রুয়ারি আজ। ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/