সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সদর উপজেলা পরিষদ নিবার্চন- প্রতীক নিয়ে এবার ভোটের লড়াইয়ে প্রার্থীরা

সদর উপজেলা পরিষদ নিবার্চন- প্রতীক নিয়ে এবার ভোটের লড়াইয়ে প্রার্থীরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে এবার প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পরপরেই জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর অলিগলি জুড়ে নির্বাচনী মাইকিং করে চষে বেড়াতেও চোখে পড়ে। আগামী ৩১ মার্চ সদর উপজেলা পরিষদ নিবার্চনকে সামনে রেখে প্রার্থীরা নতুন ভাবে প্রতীক নিয়ে নির্বাচনী ভোট যুদ্ধে নেমে পড়েছেন।

তৎমধ্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী, শ্রমিকনেতা সেলিম আকবর আনারস প্রতীক পেয়ে প্রথমেই মাইকিং করে জানান দিয়েছে ঈদগাঁওবাসীকে। ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ছোটন রাজা, হাসান মুরাদ আনাচ, কাইয়ুম উদ্দিনও বাবুল কান্তি দে নিবার্চনী প্রচারনায় কোমর বেঁধে মাঠে নেমেছে।

এমনকি সদর আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সন্তান ছোটন রাজা দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলের সাধারণ ভোটারের সাথে মতবিনিময়, পথসভা অব্যাহত রেখেছে। এবার তিনি নলকূপ প্রতীক নিয়ে নিবার্চনী ভোটের লড়াইয়ে নেমেছে।

ঈদগাঁও কালিরছড়ার মৃত মমতাজ আহমদের পূত্র কাইয়ুম উদ্দিন সকলের কাছে পরিচিতি মুখ। তিনি ঈদগাঁও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক। এবার কাইয়ুম চশমা প্রতীক নিয়ে ভোটে লড়াই করে যাচ্ছেন।

সনাতনী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি, সাবেক মেম্বার বাবুল কান্তি দে ও মাইক প্রতীক নিয়ে ভোটের মাঠ থেকে পিছপা হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/