সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শরণার্থী সমাচার / সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি অব্যাহত : নারী ও শিশুসহ ৯টি লাশ উদ্ধার

সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি অব্যাহত : নারী ও শিশুসহ ৯টি লাশ উদ্ধার

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

রাখাইন রাজ্যে বর্বরতা ও নির্যাতনের ভয়ে পালিয়ে আসা শত শত রোহিঙ্গা গভীর বঙ্গোপসাগরে ভাসছে। গত ২৫ আগস্ট থেকে এপর্যন্ত প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা সাগর ও নদী অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। এই সমস্ত রোহিঙ্গাদের টাকার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে সাহায্য করে যাচ্ছে স্থানীয় দালাল চক্র। বেশি টাকার লোভে পড়ে এ দালালরা প্রতিদিন মাছ ধরা ট্রলার বোঝাই করে গভীর বঙ্গোপসাগর পাড়ি দিয়ে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ে আসছে।

এদিকে কয়েকদিনের ব্যবধানে রোহিঙ্গা পাচারকারী দালালদের অবহেলার কারণে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় সাগর ও নদীর উপকূলীয় এলাকা গুলো থেকে ৬৪ জন রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুদের লাশ উদ্ধার করা হয়েছে। সে ধারাবাহিতায় ৬ সেপ্টেম্বর নাফনদী ও সাগর উপকূল থেকে আরো ৯ টি লাশ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

কোষ্টগার্ড শাহপরী ষ্টেশন কমান্ডার লে. ফয়সাল জানান, ৬ সেপ্টেম্বর বুধবার সকালে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় নাফনদীতে ৩টি রোহিঙ্গার মৃতদেহ ভেসে আসে। এরপর বাজার পাড়া জেটি ঘাটে ১টি, বঙ্গোপসাগরের দক্ষিন পাড়ায় ১টি ও মাঝের পাড়ায় ১টিসহ ৬টি মৃতদেহের ভেসে আসে বলে স্থানীয় সূত্রে খবর পায়। এতে ২ জন নারী ও ৪ জন শিশু বলে জানায়। এ সব মৃত দেহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়েছে বলে জানায়।

সাবরাং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেনোয়ারা বেগম জানান, গত মঙ্গলবার রাত ও বুধবার ভোর রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসতে গিয়ে টেকনাফ শাহপরীর দ্বীপের নাফনদী ও সাগরের বদরমোকাম উপক‚লে কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকা ডুবিতে কিছু রোহিঙ্গা সাঁতরে তীরে উঠলেও অনেক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

তিনি আরও জানায়, সাঁতারে তীরে উঠা কয়েকজন রোহিঙ্গারা বলেছেন সাগরের মোহনা অতিক্রম করার সময় নৌকা উল্টে যায়। প্রতি নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। এ সময় কয়েকটি নৌকা ডুবির ঘটে।

অপর দিকে হোয়াইক্যং পুলিশ ফাড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) মাহির উদ্দীন খান জানান, একইদিন সকালে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাফনদী সীমান্তের ২নং স্লুইচ গেইট এলাকা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির হাত পা কাটা রয়েছে বলে জানিয়েছেন।

অন্যদিকে টেকনাফ সদরের ইউপি সদস্য শাহ আলম জানান, একইদিন সকালে টেকনাফ সদরের দক্ষিন লম্বরীর সৈকত এলাকা থেকে ২ জন শিশু ও বৃদ্ধ পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারে বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় শাহপরীর দ্বীপ এলাকায় ৬টি, টেকনাফ সদরের লম্বরী এলাকা থেকে ২টি ও হ্নীলা মৌলভী বাজার এলাকায় ১টি রোহিঙ্গার মৃতদেহের খবর পাওয়া গেছে। এ সব মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের পৃথক টিম পাঠানো হয়েছে। তবে মৃতদেহ গুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/