Home / প্রচ্ছদ / ক্রীড়া / সুইডেনকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

সুইডেনকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

বিশ্বকাপ শুরুর আগে এই ইংল্যান্ডকে নিয়ে তেমন কথাই শোনা যায়নি। অনেক ফুটবলবোদ্ধাই তাদের ফেবারিটদের তালিকায় রাখতে নারাজ ছিলেন। আজ সেই ইংল্যান্ডই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে তারা হারিয়েছে ২-০ গোলে।

আধুনিক ফুটবলের জনকদের বিশ্বকাপ ইতিহাসটা ভালো নয়। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে সবশেষ সেমিফাইনালে উঠেছিলো ইংলিশরা। রাশিয়ায় দীর্ঘ ১৮ বছরের খরা কাটালো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

শুধু ফলাফলেই নয়, ডেলে আলি, হ্যারি কেন, লিনগার্ডদের কাছে মাঠে খেলায়ও হেরেছে ফরসবের্গ, ক্লেসনরা। খেলার ৩০ মিনিটে হ্যারি মাগুইরের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। ১-০ তো এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা।

বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি। এই গোলের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় সুইডেন। শেষ দিকে বেশ কিছু সুযোগ নষ্ট করার কারণে হতাশার ষোলকলা পূর্ণ হয় সুইডিশদের।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যারি কেন এন্ড কোং।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/