Home / প্রচ্ছদ / ক্রীড়া / সুয়ারেজের গোলে নক আউটে উরুগুয়ে

সুয়ারেজের গোলে নক আউটে উরুগুয়ে


রাশিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করলো উরুগুয়ে।

সৌদি আরব ১-০ গোলে হারর সঙ্গে সঙ্গে মিশরের শীর্ষ ষোলর আশাও শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে মিশর আর সৌদির ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতা হয়ে রইল।

‘এ’ গ্রুপে দুই টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে অর্জন করেছে স্বাগতিক রাশিয়া এবং উরুগুয়ে তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে এখনও শীর্ষে আছে রাশিয়া।

উরুগুয়ের হয়ে শততম ম্যাচটি স্মরণীয় করে রাখালেন লুইস সুয়ারেজ। ২৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে তার পা থেকেই। কর্নার কিক রুখতে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসি পোস্ট থেকে বেরি আসেন। তবে বলটি তার হাতে নাগালের উপর দিয়ে চলে আসে পেছনে অবস্থান নিয়ে থাকা সুয়ারেজের পায়ে। সহজ সুযোগটা নষ্টা করেননি সুয়ারেজ।

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/