সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / সেই মিরাজ সাকিবেই শুরু

সেই মিরাজ সাকিবেই শুরু

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

 

নিজেদের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং ঘূর্ণির মুখে শুরুতেই দিশেহারা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। মাত্র ১৪ রানেই তিন উইকেট হারিয়ে বসে অজিরা। নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেও আবার বিপাকে অস্ট্রেলিয়া। এবারও ঘাতক সেই মিরাজ-সাকিবই।

 

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ম্যাট রেনশ ও উসমান খাজাকে হারিয়েছে সফরকারীরা। ১১ ওভার শেষে দুই উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪ রান। ডেভিড ওয়ার্নার ২৭ ও অধিনায়ক স্টিভেন স্মিথ এক রানে ব্যাট করছেন।

 

২২১ রানেই থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে চতুর্থ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৫ রানের। ব্যাট করতে নেমে শুরুটা দেখে-শুনেই করেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও রেনশ। তবে তাদের চেপে ধরতে দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। ফলাফল ইনিংসের নবম ওভারই অজি শিবিরে প্রথম আঘাত। শিকারি সেই মিরাজ; যিনি প্রথম ইনিংসেও প্রথম আঘাত হানেন অজি শিবিরে।

 

ব্যক্তিগত পাঁচ রানে মিরাজে বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রেনশ। এক ওভার পর মঞ্চে আগমন সাকিবেরও। ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে উসমান খাজাকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাইজুলের ক্যাচে পরিণত করেন। আউট হওয়ার আগে তিন নম্বরে নামা খাজা করেন এক রান। প্রথম ইনিংসেও এই অজি ব্যাটসম্যান এক রান করে রানআউটের শিকার হন। ১১ ওভার শেষে দুই উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪ রান।

সূত্র:সৌরভ মাহমুদ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/