সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / সেলফি’র নতুন সংস্করণ ‘বোথি’ ফিচার নিয়ে উন্মুক্ত হলো নোকিয়া ৮

সেলফি’র নতুন সংস্করণ ‘বোথি’ ফিচার নিয়ে উন্মুক্ত হলো নোকিয়া ৮

নোকিয়া ৮ ফোনে একই সময়ে সামনে এবং পেছনে ছবি তোলা যাবে।

এইচএমডি গ্লোবাল ১৬ আগস্ট বুধবার লন্ডনে একটি বিশেষ ইভেন্টে নোকিয়া ৮ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। উন্মুক্তের আগেই বেশ কয়েকবার এই ফোনের তথ্য ফাঁস হয়েছে এবং বাস্তবে ফাঁস হওয়া তথ্যের সাথে খুব একটা অমিল নেই। তবে এই ফোনের বিশেষ ফিচার হল সেলফি নয় ‘বোথি’।

‘বোথি’ এমন একটি ফিচার যেখানে ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা একই সময়ে একটি ছবিতে ব্যবহার করা যাবে। আর শুধু ছবি নয় ভিডিও এবং লাইভ স্ট্রিমও একই উপায়ে করা যাবে। এইচএমডি গ্লোবাল ফোনের এই বোথি ফিচারটিকে ‘লেস সেলফি, মোর বোথি’ হিসেবে বর্ণনা করেছেন। ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরায় ‘বোকেহ মোড’ পোর্টরেট ছবিতে ব্যকাগ্রাউন্ড ব্লার করা সহ অন্যান্য সকল সুবিধাও রয়েছে।

অন্যান্য ফিচারের মধ্যে মেটাল ইউনিবডি ডিজাইনের নোকিয়া ৮ এ আছে ৫.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এছাড়া কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর এবং ৬ জিবি ও ৮ জিবি দুটি সংস্করণে উন্মুক্ত করা হয়েছে নোকিয়া ৮। ফোনটি ৮৮৯ মার্কিন ডলারে আগামী মাস থেকে বাজারে পাওয়া যাবে।

নোকিয়া সম্প্রতি তাদের একসময়ের জনপ্রিয় ফিচার ফোন ৩৩১০ দিয়ে ১৭ বছর পর আবারও বাজারে প্রবেশ করে এবং এই ফিচার ফোনের জনপ্রিয়তা এখনও ব্যাপক।

সূত্র:ফারজানা মাহাবুবা/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/