Home / প্রচ্ছদ / সেলফি তুলতে গিয়ে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে মৃত্যু রুশ তরুণীর

সেলফি তুলতে গিয়ে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে মৃত্যু রুশ তরুণীর

image_132075_0অনলাইন ডেস্ক :

নিজের দুঃসাহসিকতা তুলে ধরার মোহে সেলফি তুলতে গিয়ে ফের এক তরুণীর মৃত্যু হল। রাশিয়ার ওই ২১ বছরের তরুণী একটি সেতু থেকে সেলফি তুলতে গিয়ে ৪০ ফুট নিচে পড়ে প্রাণ হারালেন। বন্ধুদের সঙ্গে মস্কো শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখতে বেরিয়েছিলেন আন্না ক্রুপেনিকোভা। কিন্তু একটি সেতুর ধারে দাঁড়িয়ে ঝুঁকে সেলফি তুলতে গিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে গেলেন তিনি। এক বন্ধুর জন্মদিনে অন্য বন্ধুবান্ধবীদের সঙ্গে একটি বাস ভাড়া করে বেরিয়েছিলেন আন্নারা। ওই সেতুর সামনে বাস থামিয়ে তারা কয়েকটা ছবি তুলতে নেমেছিলেন। কিন্তু আন্না দল থেকে একটা আলাদা হয়েই নিজের একটা সেলফি তোলার চেষ্টা করছিলেন। রেলিংয়ে ঝুঁকে ক্যামেরা সামনে রেখে ছবি তুলতে ব্যস্ত আন্না বুঝতে পারেননি যে তিনি বিপদসীমার বাইরে চলে এসেছেন। ব্রিজের প্রায় ৪০ ফুট নিচে পড়ে যান পর্যটন বিষয়ে এই স্নাতক। আন্নার এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বন্ধুরা। তাদের একজন বলেছেন, ওই সেতুতে যখন এলাম তখন আন্না খুব হাসিখুশি ছিল। হঠাত্ করেই আমরা একটা আর্ত চিত্কার শুনলাম। একজন বলল, আন্না নিচে পড়ে গিয়েছে। প্রথমে ভাবলাম, এটা একটা রসিকতা। কিন্তু পরে দেখলাম লোকজন সেতুতে ভিড় জমিয়ে নিচে দেখছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আন্না মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে। তবে বন্ধুরা জানিয়েছেন, তারা কেউ মদ্যপান করেননি। রাশিয়া সম্প্রতি নিরাপদ সেলফি তোলার বিষয়ে সচেতনামূলক প্রচার শুরু করেছে।কারণ সেলফি তুলতে গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। চলতি বছরেই রাশিয়াতে ১০ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন প্রায় ১০০ জন। গুলি ভরা বন্দুক বা হ্যান্ড গ্রেনেড হাতে নিয়ে বা রেলওয়ে ব্রিজের ওপরে উঠে সেলফি তুলতে গিয়ে মারা গিয়েছেন কেউ কেউ। এ ধরনের ঝঁকি মাথায় সেলফি তোলার বিপদ সম্পর্কে সচেতন করতে বিশেষ প্রচার অভিযানে নামতে হয়েছে সরকারকে। -নতুন বার্তা ডটকম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/