Home / প্রচ্ছদ / ক্রীড়া / ১০৯ মিনিটের গোলে ইংল্যান্ডকে বিদায় করলো ক্রোয়েশিয়া

১০৯ মিনিটের গোলে ইংল্যান্ডকে বিদায় করলো ক্রোয়েশিয়া

বিশ্বকাপে চমক দিয়েই চলছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ক্রোয়েটরা।
২-১ গোলে হেরে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন ভেস্তে গেছে সেমিতেই।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য দু’দলই এলোমেলো ফুটবল খেলে। তবে, ম্যাচের ৫ মিনিটের মাথায় মদ্রিচের ট্যাকলে ফ্রি কিক পায় ইংল্যান্ড। দারুণ এক ফ্রি কিকে ইংলিশদের লিড এনে দেন ত্রিপিয়া। উচ্ছ্বাসে মেতে উঠে ইংল্যান্ড। এরপর আবারো প্রতিপক্ষের জালে গোল দেয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েও, কাজে লাগাতে পারেনি থ্রি-লায়নরা। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া ক্রোয়েটরা, ৩১ মিনিট দারুণ সুযোগ পেয়েছিলো। কিন্তু, জালের ঠিকানা খুঁজে পায়নি বল। এভাবেই শেষে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া। ৬৮ মিনিটে পেরিসিসের গোলে সমতায় ফেরে ক্রোয়েরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জ্বলে উঠেন মদ্রিচ, রাকিটিচরা। ১০৯ মিনিটে মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ম্যাচে ফেরার জন্য হ্যারি কেন, ডেলে আলীদের হাতে সময়ও বেশি ছিলো না। সমতায় ফেরা তো দূরের কথা শেষ দিকে নিজেদের রক্ষণ সামলাতেই হিমশিম খেতে হয়েছে ইংলিশদের।

ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলো ক্রোয়েশিয়া। রোববার (১৫ জুলাই) রাত ৯টায় ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/