সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ২১ বছর ধরে অস্থায়ী ঘরে : চৌফলদন্ডীতে পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবী

২১ বছর ধরে অস্থায়ী ঘরে : চৌফলদন্ডীতে পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ককসবাজার সদর মড়েল থানার আওতাধীন উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে আর আর পুলিশ ফাঁড়ি দীর্ঘ ২১ বছর ধরে অস্থায়ী ভিক্তিতে জনগণের জানমাল নিরাপক্তার কাজে নিয়োজিত রয়েছে। অবিলম্বে ফাঁড়ি নির্মাণের জোর দাবী সচেতন এলাকাবাসীর।

প্রাপ্ত তথ্য মতে, সদরের চৌফলদন্ডী ইউনিয়নে দীর্ঘকাল ধরে মুসলিম, হিন্দু ও রাখাইন এ তিন সম্প্রদায়ের বসবাস রয়েছে। সুন্দর ও মিলেমিশে তাদের এই বসবাস দীর্ঘদিন যাবৎ। অত্র ইউনিয়নে প্রায় ২৪ হাজার জনগোষ্ঠী রয়েছে। ইউনিয়নে আর আর পুলিশ ফাঁড়িতে একজন এসআই সহ ১৪জন পুলিশ সংখ্যা নিয়োজিত রয়েছে। এত বিশাল জনসংখ্যা অধ্যুষিত চৌফলদন্ডীতে আইন শৃংখলা নিয়ন্ত্রণে অল্প সংখ্যক পুলিশ জনবল নিয়ে নানাভাবে হিমশিম খাচ্ছে। তাই জনবল বাড়ানোর বেশী প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিক।

এদিকে ইউনিয়নের দক্ষিন চৌফলদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৭ সাল থেকে অদ্যবদি পর্যন্ত অস্থায়ী ভাবে আইন শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে অতি কষ্টের বিনিময়ে পুলিশদল। তাই অতিসত্বর নিদিষ্ট জায়গা তৈরী করে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হোক, পাশাপাশি পুলিশী জনবল বাড়ানোর জোর দাবী জানান আর আর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ আবুল হাসেম।

অপরদিকে কয়েক ব্যবসায়ী জানান, এলাকার নিরাপত্তার জন্য পুলিশ সংখ্যা বৃদ্ধিসহ ফাঁড়ি নির্মাণ একান্ত জরুরী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/