সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ৩৪ বছর পর আরব আমিরাত ভ্রমণে ভারতের প্রধানমন্ত্রী

৩৪ বছর পর আরব আমিরাত ভ্রমণে ভারতের প্রধানমন্ত্রী

Modi১৯৮১ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আরব যাত্রার দীর্ঘ ৩৪ বছর পর আবারো সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রী। আগামী ১৬-১৭ অাগস্ট সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবাই শহরে বিপুল সংবর্ধনা জানাতে মুখিয়ে আছে প্রবাসী ভারতীয়রা।

স্বভাবতই নরেন্দ্র মোদির সফর ঘিরে উত্তেজিত প্রবাসী ভারতীয় সমাজ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৬ অাগস্ট আবুধাবি পৌঁছাবেন মোদি। পরের দিন ১৭ আগস্ট দুবাই যাবেন তিনি। প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানাবেন প্রবাসীরা।

যুগান্তকারী এই সফরের সুবাদে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হবে বলে আশা কূটনৈতিক মহলের। সফরে আলোচনা হবে বাণিজ্য, লগ্নি নিরাপত্তা এবং প্রবাসী ভারতীয় সমাজ সম্পর্কে। উল্লেখ্য, ২০১৪-১৫ সালে ভারত-আরব আমিরাত বাণিজ্যের মোট লেনদেনের পরিমাণ ৫৯ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের পর আরব আমিরাতের সঙ্গে ভারতের তৃতীয় সফলতম বাণিজ্যিক সম্পর্ক চলমান।

অন্য দিকে ২০১৪ সালে ‘তেলহীন’ বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আরব আমিরাতের বৃহত্তম বিপণন অংশীদার ভারত। ২০১৩ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ প্রচার ও সুরক্ষা (বিআইপিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভারতীয় রয়েছে প্রায় ২৫ লক্ষ। ২০১৪ সালে মোট ১২.৬৪ কোটি ডলার তারা দেশে পাঠাতে সক্ষম হয়েছেন। প্রতি বছর আরব আমিরাত ভ্রমণে যান বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক। বিশ্বের নিরিখে এই সংখ্যা তৃতীয় বৃহত্তম।

আগামী ১৭ অাগস্ট দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধিত করবে শহরের ভারতীয় সমাজ উন্নয়ন কমিটি। আপাতত পুরোদমে চলেছে মোদির স্বাগত অনুষ্ঠানের তোড়জোড়। স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার মানুষের সুবিধার্থে চলেছে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ।

– তথ্য সূত্র: এই সময়/প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/