সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ৭ মামলায় আগাম জামিন পেলেন শামা ওবায়েদ

৭ মামলায় আগাম জামিন পেলেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ। ফাইল ছবি

আলাদা ঘটনায় দায়ের হওয়া সাতটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার এ বিষয়ে করা এক আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আসামিপক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী নিতাই রায় চৌধুরী। তিনি আদালত থেকে বেরিয়ে প্রিয়.কমকে বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি রাজধানীর কিছু এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় চারটি মামলা করে পুলিশ। সেসব মামলার আসামি ছিলেন শামা ওবায়েদ। ওই মামলাগুলোতে আগাম জামিন পেয়েছেন শামা ওবায়েদ।

নিতাই আরও জানান, ২০১৭ সালে শাহবাগ থানায় নাশকতার অভিযোগে তিনটি মামলা করে পুলিশ। সেসব মামলায় তিনি (শামা ওবায়েদ) আদালতে হাজির হয়ে আট সপ্তাহের জামিন নেন। সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/