সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা- সামাজিক সম্প্রীতি থাকলে সহজে কাঙ্খিত উন্নয়ন সম্ভব

সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা- সামাজিক সম্প্রীতি থাকলে সহজে কাঙ্খিত উন্নয়ন সম্ভব

IMG_0911বার্তা পরিবেশক

আমাদের সকলের প্রিয় জন্ম মাতৃভূমি বাংলাদেশ আজ কঠিন অবস্থার মুখোমুখি। সুযোগ পেলেই সাম্প্রদায়িক বিবাদে জড়িয়ে আমাদের দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। যেন কোন ভাবেই আমাদের হাজার বছরের লালিত সুন্দর অর্জনগুলো কেউ যাতে ছিনিয়ে নিতে পারে। তাই খুব বেশি জরুরী সামাজিক সম্প্রীতি। কাঁধে কাঁধ মিলিয়ে ৭১ সালে সব বাঙালী যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তেমনি ভাবে দেশটাকে স্বনির্ভর করার দায়িত্ব বর্তমান প্রজন্মকে নিতে হবে। সম্প্রীতি হতে হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে তাহলেই দেশ স্বনির্ভর হবে। মোট কথা সর্বক্ষেত্রে সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে হবে।

২৬ অক্টোবর পিপিজি কর্তৃক আয়োজিত সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক বক্তারা এ সব কথা বলেন। তারা বলেন সামাজিক সম্প্রীতি না থাকলে অস্থিরতা অনৈক্য হানাহানির সৃষ্টি হয়। এ থেকে সৃষ্টি হয় সহিংসতা যা একটি জাতিকে চরম বিপর্জয় এমন কি গৃহ যুদ্ধের দিকে নিয়ে যায়। আর সর্বক্ষেত্রে সম্প্রীতি বিরাজ করলেই বিকশিত হয় সমাজ বিকশিত হয় সমাজবদ্ধ মানুষের মানবিক গুণাবলি- যা সমাজ তথা রাষ্ট্রকে কাঙ্খিত উন্নয়নের দিকে নিয়ে যায়। আর কক্সবাজারে পর্যটন শিল্প বাঁচাতে রাজনৈতিক সম্প্রীতি আরো জরুরী।

সকাল ১০ টায় কক্সবাজর পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মদ সিআপি, মতামত রাখেন সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালসহ মুক্তিযোদ্ধা কমান্ডার আয়ুব বাঙ্গালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জাফর উল্লাহ নূরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা জাসদের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মাসু, জেলা যুব মহিলালীগের সভাপতি আয়েশা সিরাজ, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন, অধ্যাপক অজিত দাশ, হাসেমিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক ছানাউল্লাহ, ঝিলংজা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, সদস্য ইসমত আরা, রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, মাধ্যামিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম মাতবর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এম জাবের, ঈদগাও সাংগঠনিক বিএনপির যুগ্ম সম্পাদক মন্জুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন দুলাল, জেলা শ্রমিক পার্টির সভাপতি এস.এম বাবর, আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে খালেদা খানম রুবী, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, উপকূলীয় সাংবাদিক সমিতির সভাপতি স.ম ইকবাল বাহার, সাংবাদিক মনতোষ বেদজ্ঞ, ওয়াদির রহমান রুবেল, আনোয়ার হাসান চৌধুরী, নারী নেত্রী তসলিমা আকতার, দি হাঙ্গার প্রজেক্টের মায়মুনা আকতার রুবী, মাহামুদুল হক ফয়েজ, তুহিন আফসারী, অনুষ্ঠান পরিচালনা করেন সুজন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/