সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে এক হাজার প্যাকেট সিগারেট উদ্ধার : ২৩ মিয়ানমার নাগরিক পুশব্যাক

টেকনাফে এক হাজার প্যাকেট সিগারেট উদ্ধার : ২৩ মিয়ানমার নাগরিক পুশব্যাক

Rohingya - 5 (b)গিয়াস উদ্দিন ভুল, টেকনাফ :
টেকনাফে মিয়ানমার এক হাজার প্যাকেট সিগারেট উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান, ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে হোয়াইক্যং বিওপি চৌকির লেন্স নায়ক নাজিম উদ্দীনের নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদে নাফনদীর উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার ১ হাজার প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায়। উদ্ধার সিগারেট সমূহ শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন।
অপরদিকে টেকনাফে মিয়ানমার ২৩ নাগরিককে পুশব্যাক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান, ২৭ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির সুবেদার সাখাওয়াতের নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদে নাফনদীর জেটি ঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৩ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটক মিয়ানমার নাগরিকদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু ছিলেন। পরে সকাল সাড়ে ৯ টার দিকে একই সীমান্ত দিয়ে স্বদেশে পুশব্যাক করা হয় বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/