সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঝিলংজায় কঠিন চীবর দানোৎসবে এমপি কমল- দানের মাধ্যমে জীবনকে পরিশুদ্ধ করা সম্ভব

ঝিলংজায় কঠিন চীবর দানোৎসবে এমপি কমল- দানের মাধ্যমে জীবনকে পরিশুদ্ধ করা সম্ভব

Kamol MP - 23-11-2015নিজস্ব সংবাদদাতা; রামু:

কঠিন চীবর দানের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

২৩ নভেম্বর বিকেলে সদর উপজেলার ঝিলংজা বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’। সরকার সব ধর্মের মানুষের মাঝে সহবস্থান নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।

সভায় দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় স্ব স্ব ধর্মের নৈতিক উপদেশ বাণী অনুশীলন করার আহবান জানান পন্ডিত সত্যপ্রিয় মহাথের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন মাহমুদ চৌধুরী পিএসসি। এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/