সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজার পৌর মেয়র সরওয়ার সাময়িক বরখাস্ত

কক্সবাজার পৌর মেয়র সরওয়ার সাময়িক বরখাস্ত

Sarawar Kamalকক্সভিউ:

কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌরসভা বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌরসভা বিভাগের উপসচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করার আদেশ জারি করা হয়।

একটি ফৌজদারি মামলায় এই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় মঙ্গলবার বিকেলে চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারী জামায়াত নেতাদের মুক্তির দাবিতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হরতালের নামে কক্সবাজারে শহরে নাশকতা চালায়। এতে ৩ জন সাধারণ পথচারী নিহত হয়েছিল এবং অন্তত ১৫০ জনের মতো পথচারী ও ২৫/৩০জন পুলিশ সদস্য আহত হয়েছিল। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে কক্সবাজার পৌর মেয়র সরোয়ার কামাল সহ প্রায় ২৭৩ জনকে আসামী করে ৩টি মামলা দায়ের করে।

এদিকে ১২নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার ওই মামলা ৩টির চার্জ গঠন করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/