সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শহরের এন্ডারসন রোডে কাপড়ের গোডাউনে ১০ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

শহরের এন্ডারসন রোডে কাপড়ের গোডাউনে ১০ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

Agon 29-11-2015

 

 

কক্সবাজার শহরের এন্ডারসন রোড়ে অবস্থিত গোলজার মার্কেটে অগ্নিকান্ডে চোখের সামনে অন্তত দশ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ২৯ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়।

অগ্নিকান্ডে কারণ জানা না গেলেও এটি একটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করেন ব্যবসায়ী মহল। বেলা সাড়ে ১১ টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে।

তবে ইতোমধ্যে ওই মার্কের দ্বিাতীয় তলার একটি কাপড়ের গুদামের সব মালামাল পুড়ে পুরোটাই ছাই হয়ে গেছে।

স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে আগুনের লেলিহার শিখা নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

গোডাউনের মালিক ‌মেসার্স জিলানী ক্লথ স্টোর স্বত্ত্বাধিকারী আবু মুসা সওদাগর স্বচক্ষে ঘটনা দেখে সইতে না পেরে স্ট্রোক করেছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী রায়হান জানিয়েছেন।

অগ্নিকান্ডের শিকার মার্কেটর তৃতীয় তলায় খবর বিতান ডট কমের সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিমের বাসভবন ও অফিস রয়েছে।

এ দিকে ফায়ার সার্ভিসের একটি দল আড়াই ঘন্টা পরে ঘটনাস্থলে এসে অন্তত আশপাশের দোকান, বসতঘরটুকু রক্ষায় ভূমিকা রাখে।

কক্সবাজারে ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আব্দুল মজিদ জানান, উখিয়ায় আরেকটি অগ্নিকান্ড হওয়ায় সেখাণে ফায়ার সার্ভিস গিয়েছিল। সেখান থেকে আসতে বিলম্ব হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সূত্র: ইমাম খাইর, সিবিএন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/