সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় আ’লীগের দুই কর্মীকে কুপিয়ে জখম : ফাঁকা গুলি বর্ষণ

পেকুয়ায় আ’লীগের দুই কর্মীকে কুপিয়ে জখম : ফাঁকা গুলি বর্ষণ

Ahota- 5নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামীলীগের দুই কর্মীকে কুপিয়েছে একদল সশস্ত্র একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা ফাঁকা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণও করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ায় এ ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত দুই কর্মীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- পেকুয়ার মৃত কালুর ছেলে জাফর আহমদ (৪০) ও মৃত খলিলুর রহমানের ছেলে আব্বাস আহমদ (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শোকসভার প্রচারকাজ শুরু হয়। রাজাখালী ইউনিয়নের আওয়ামীলীগের কর্মীরা প্রচারকাজ শেষে ওইদিন রাতে বামুলা পাড়া এলাকার মুক্তিযোদ্ধা গোলাম নবীর বাড়িতে আলোচনা করছিল। ওই সময় আহমদ শফির ছেলে অসংখ্য মামলার পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আনসার উদ্দিন, মৃত বজল আহমদের ছেলে কাসিম, মো: ছবির ছেলে বাদশা, সেকান্দরের ছেলে জাবের ও গোলাম শরীফের ছেলে মো: আরিফের নেতৃত্বে ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ফাঁকা গুলি ছোড়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হানা দেয়। এতে আতঙ্কে লোকজন সরে গেলেও দুর্বৃত্তরা আওয়ামীলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করে।

মুক্তিযোদ্ধা গোলাম নবীর ছেলে শফিউল আলম বলেন, ‘সন্ত্রাসী আনছার উদ্দিনের নেতৃত্বে বিএনপির কিছু সন্ত্রাসী চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে দুইজনকে কুপিয়ে আহত করে। সন্ত্রাসীরা স্থান ত্যাগ করার সময় আওয়ামীলীগের সভাপতির শোকসভার প্রচারকাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর করে।’

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কশেম বলেন, ‘আনছার উদ্দিনের নেতৃত্বে বিএনপির কিছু দাগি সন্ত্রাসী আওয়ামীলীগের নেতা-কর্মীদের ওপ হামলা করেছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, ‘মারধরের ঘটনা শুনেছি। তবে গুলিবর্ষণের ঘটনা তাকে কেউ বলেনি। আহতদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/