সাম্প্রতিক....
Home / জাতীয় / বিশ্বব্যাংকের তথ্য ঠিক নয় : পরিকল্পনামন্ত্রী

বিশ্বব্যাংকের তথ্য ঠিক নয় : পরিকল্পনামন্ত্রী

Bank

বিশ্বব্যাংকের তথ্য ঠিক নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, “বিশ্বব্যাংক নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে পারে না। তারা একেক সময় একেক রকম প্রতিবেদন দেয়। ‘সাউথ এশিয়ান স্প্রিং’ রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে- ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ। পরবর্তীতে সাউথ এশিয়ান স্প্রিং বৈঠক ২০১৫-তে বলা হলো ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ, কিন্তু প্রবৃদ্ধি আমাদের হিসেবে হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।”

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংএ এসব কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘বিশ্বব্যাংক সেটি মেনে নিয়ে পরবর্তীতে বলেছে- ২০১৫ সালে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ।’

তিনি আরো বলেন, ‘গ্লোবাল প্রসপেকটাস ২০১৫ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে- চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। শেষে আবার কমিয়ে এখন বলছে ৬ দশমিক ৩ শতাংশ। তাই তাদের প্রক্ষেপণ ঠিক নয়।’

সূত্র:শীর্ষ নিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/