সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামু-উখিয়ার ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র বার্ষিক ‘ইছালে ছওয়াব মাহফিল’ সম্পন্ন

রামু-উখিয়ার ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র বার্ষিক ‘ইছালে ছওয়াব মাহফিল’ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের রামু-উখিয়ার প্রাচীন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র বার্ষিক ‘ইছালে ছওয়াব মাহফিল’ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ওই ‘ইছালে ছওয়াব মাহফিলে’ দ্বীনি ইসলামে আত্মিয়তার সামাজিক বন্ধন সম্পর্কে আলোচনা করেন, মুফতি মাওলানা মুর্শেদুল আলম চৌধুরী।

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার হোছন আলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক ফরিদুল আলমের গৃহাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী ওই ইছালে ছওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি, ধেচুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী।

সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি ও উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাহমুদুল হক সিকদার, অর্থ সম্পাদক ও খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, সহ-অর্থ সম্পাদক রাহামতুল্লাহ নছরু, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাফর আলম, ব্যবসায়ী হামিদুর রহমান সওদাগর, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, রামু উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহিন, প্রাইম ইনসুরেন্সের কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম, ফতেখাঁরকুল’স্থ হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি’র মাহাবুব উল আলম কাজল, হাছান আজিজ, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক ফরিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক সিকদার, সদস্য সচিব মো. ইয়াহিয়া, পূর্ব ধেচুয়াপালংস্থ জাফর আলী সিকদার প্রজন্ম কমিটি’র সদস্য সচিব মো. নাছির উদ্দিন সিকদার, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক আজিজুল হক সিকদার, মাগনআলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক মো. সালাহউদ্দিন বাবুল, উপদেষ্টা জাহাংগীর আলম, ফতেখাঁরকুলস্থ ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি’র আহ্বায়ক মো. আবছার মিয়া, সদস্য সচিব মো. সালাহ উদ্দিন, মো. নুরুল আলম সিকদার প্রমুখ।

দিনব্যাপী ওই ‘ইছালে ছওয়াব মাহফিলে’ ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রয়াত ব্যক্তিদের স্মরণে খতমে কোরআন, তছবি তাহলীল, মিলাদ ও বিশেষ মোনাজাত শেষে মেজবানে অংশ নেন প্রজন্ম সদস্যরা।

‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ জানান, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, আন্তরিকতা ও শ্রদ্ধার সম্মিলনে ১৪ বছর ধরে রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন এ বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আয়োজন করছে। মানব সভ্যতা গড়ে উঠার সাথে সাথে রচিত হয় ইতিহাস। ঠিক তেমনি ভাবে প্রাচীন ইতিহাস ঐতিহ্য প্রজম্মের কাছে যুগ যুগ ধরে চালু রাখার প্রয়াসে প্রতি বছর ইছালে ছওয়াব মাহফিল আয়োজন করে প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/