সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় যুব উন্নয়ন অধিদপ্তরের জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লামায় যুব উন্নয়ন অধিদপ্তরের জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম: লামা :

লামায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী প্রচার সহ অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যা সম্বলিত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন নির্বাহী অফিসার খিন ওয়ান নু।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ। অতিথি হিসেবে আরো ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডা. মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পু লু প্রু, কোর্ট জামে মসজিদের খতিব আজিজুর রহমান।

সভায় নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, বর্তমান সমাজে জঙ্গিবাদ একটি ক্যান্সারে পরিণত হয়েছে। ধর্মকে অপব্যবহার করে এক শ্রেণীর বিপদগামী মানুষ যুবদের দিয়ে এসব অপকর্ম করাচ্ছে। তাই আজকের এই প্রশিক্ষণের ধারণাকে কাজে লাগিয়ে সকলকে একযোগে সমাজ থেকে জঙ্গিবাদ রুখে দিতে হবে। বিশেষ করে আমাদের সকলকে অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সমস্যা সম্বলিত যুবদের প্রতি দায়িত্ববোধ হতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/