সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে “বাংলাদেশ প্রতিদিন’র” ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে “বাংলাদেশ প্রতিদিন’র” ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

বার্তা পরিবেশক :

কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন পেশাজীবী অংশ নেন। র‌্যালী শেষে প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ সাইফুল ইসলাম মজুমদার।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন বর্তমানে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে। প্রচার সংখ্যার পাশাপাশি অনলাইনেও পিছিয়ে নেই এ পত্রিকাটি। প্রতি মুহুর্তে অনলাইনে আপডেট খবর দিয়ে দেশেবিদেশে পাঠক সমাদৃত হয়েছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়াও পত্রিকাটি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সহকারী পুলিশ সুপার হেড-কোয়াটার, সৌমিত্র চাকমা ও কক্সবাজার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন, বর্ষিয়ান সাংবাদিক ও আজকের দেশ-বিদেশের প্রধান বার্তা সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু, কালের কন্ঠের কক্সবাজার ষ্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক ডেলি সান্ এর কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খাঁন, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ষ্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, ডেইলি নিউজ টু’ডের কক্সবাজার প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, নয়া দিগন্তের কক্সবাজার প্রতিনিধি জিএএম আশেকুল্লাহ, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, আমাদের সময়ের কক্সবাজার ষ্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’য়ের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মালিক দিনকালের কক্সবাজার ষ্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ও কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি গোলাম আজম খাঁন, দৈনিক ইনানীর ভারপ্রাপ্ত সম্পাদক শফিউল্লাহ শফি, ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক এমআর মাহাবুব, দৈনিক সাগর দেশের পরিচালনা সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, এস এ টিভির জেলা প্রতিনিধি ও  দৈনিক আজকের কক্সবাজারের বার্তা সম্পাদক আহসান সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলমগীর, সাংবাদিক ইমাম খাইর, সঞ্চল দাশ গুপ্ত, বেদারুল আলম, জাবেদ আবেদীন শাহীন, ইব্রাহিম খলিল মামুন, আবদুল্লাহ নয়ন, শাহেদ মিজান, রাশেদ রিপন, মাসুদুর রহমান, আনোয়ার হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি এস.আজাদ ও চকরিয়া প্রতিনিধি জিয়াউদ্দিন বাবুল, দৈনিক আজকের দেশবিদেশের কক্সবাজার শহর প্রতিনিধি আজিজুল হক রানা, দৈনিক আজকের দেশ-বিদেশের ম্যানেজার বিজয় কুমার ধর প্রমূখ।

অনুষ্টান সঞ্চালনা করেন আজকের দেশবিদেশের মফস্বল সম্পাদক দীপন শর্মা দিপু। অনুষ্টান শেষে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলামকে সাথে নিয়ে পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/