সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে বন্য হাতির টানা তান্ডব

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে বন্য হাতির টানা তান্ডব

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে টানা তান্ডব চালাচ্ছে ১৯টি বন্য হাতি। পার্কের স্টাফরা আরাম হারাম করেও ওই বন্য হাতি তাড়াতে পারেনি ১১ দিনেও। ফলে, আতংকে রয়েছে দর্শনার্থীরা।

সাফারি পার্ক সূত্র জানায়, পার্কের চতুরপার্শ্বে আরসিসি পরিখা নির্মাণ সম্পন্ন হয়নি। এতে অরক্ষিত পুর্ব পাশ দিয়ে গত ৭ মার্চ ৬টি বাচ্চাসহ ১৯টি হাতি প্রবেশ করে পার্কে। বাইরের বনাঞ্চলে পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় বন্য হাতির দল খাদ্য ভান্ডার সাফারি পার্কে প্রবেশের পর থেকে বিভিন্ন হরিণ বেস্টনি, ওয়াল্ড বিস্ট বেস্টনি, সিংহের বড় বেস্টনিসহ বিভিন্ন স্থানে প্রাকৃতিকভাবে সৃষ্ট ছোট গাছ-পালা ও লতাগুল্ম টেনে হিচড়ে ভেঙ্গে ফেলছে।

সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ৭ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত পার্কের সকল স্টাফ মিলে রাতদিন চেষ্টা করেও ওই হাতির পালকে তাড়ানো যায়নি। অধিক ক্ষতি রক্ষায় আরাম হারাম করে পাহারা দিতে হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/