সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়া বাজারে যত্রতত্র পার্কিংয়ে ভয়াবহ যানজট

পেকুয়া বাজারে যত্রতত্র পার্কিংয়ে ভয়াবহ যানজট

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের বরইতলী-মগনামা সড়কের পেকুয়া বাজারে যানজট নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টার্মিনাল না থাকায় সড়কের উপর যাত্রী ও পণ্যবাহী ছোট-বড় যানবাহন যত্রতত্র পার্কিং করায় এ অবস্থার সৃষ্টি। এতে পথচারীসহ পরিবহণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন।

এছাড়া একই সড়কের চৌমুহনী, মগনামা ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ষ্টেশনে যানজটের মূল কারণ অবৈধ সিএনজি ষ্টেশন। এই সড়ক দিয়ে পেকুয়া উপজেলা, পার্শ্ববর্তী কুতুবদিয়া উপজেলার অধিকাংশ মানুষসহ উপকূলীয় অন্যান ইউনিয়নের প্রায় ৩০-৩৫ হাজার যাত্রী নিয়মিত যাতায়াত করে থাকে। তাই এ যানজটে মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

পেকুয়া বাজারের ব্যবসায়ীরা জানান, আমরা আলোচনার মাধ্যমে যানজটের কারণ চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু যানজট নিরসনে উদ্যোগী হলেও অবৈধ সিএনজি ষ্টেশন অপসারণে উদ্যোগী নয় স্থানীয় প্রশাসন। এতে বাজারে যেমন নিয়মিত যানজট লেগেই রয়েছে ঠিক একইভাবে আমরা ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতিনিয়ত।

এই সড়ক ব্যবহারকারী বেশ কয়েকজন যাত্রী বলেন, গাড়ীযোগে পেকুয়া বাজার পার হতে আমাদের প্রায় আধাঘন্টা সময় লেগে যায়। অবৈধ স্ট্যান্ড দ্বারা রাস্তা দখল করে রাখায় গাড়ীর চাপের সাথে যানজটের দৈর্ঘ্যও বাড়তে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে পেকুয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অফিস ম্যানেজ করে পেকুয়া বাজার বর্তমানে সিএনজি গাড়ির দখলে চলে গেছে। তারা রাস্তা যেমন দখল করে রাখে একইভাবে ব্যবসা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার অবরুদ্ধ করে রাখে। দোকানের সামনে গাড়ী রাখতে নিষেধ করলে চালকরা খারাপ আচরন করে। এতে আমাদের কেনাবেচা চরম ব্যাহত হচ্ছে। এবিষয়ে আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আকতার আহমদ বলেন, পেকুয়া বাজারে যানজট নিরসনের জন্য আমরা পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছি। উপজেলা আইনশৃংঙ্খলা কমিটিতেও এব্যাপারে আলোচনা করেছি। স্থানীয় প্রশাসন এব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের।

এব্যাপারে বরইতলি-মগনামা সড়ক সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি নাছির উদ্দিন পেকুয়া বাজারে ৪টি স্ট্যান্ড থাকার সত্যতা স্বীকার করে বলেন, সিএনজি চালিত অটোরিকশার কারণে পেকুয়া বাজারে কোন যানজট হচ্ছে না। সিএনজি চালিত অটোরিকশার কারণে যানজট হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, পেকুয়া বাজারে যানজট নিরসনে থানা পুলিশ সদা তৎপর। বাজারে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডগুলো খুব শীঘ্রই অপসারণ করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/