সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় বন্য হাতির আক্রমণে গাড়ির হেলপার নিহত

পেকুয়ায় বন্য হাতির আক্রমণে গাড়ির হেলপার নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে রবি আলম (২৮) নামের এক গাড়ির হেলপার নিহত হয়েছে। ধান ক্ষেতে নামা হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন তিনি। গত সোমবার ভোর রাত দেড়টার দিকে টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রবি আলম উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার মৃত বজলুল আহমদের ছেলে।

নিহতের পরিবার সুত্র জানায় চাঁন্দের গাড়ির চালকের বাসায় রাত্রীযাপন করছিল হেলপার রবি আলম। গভীর রাতে হাতির এসেছে খবরটি ছড়িয়ে পড়লে অন্যদের সাথে তিনিও হাতি তাড়াতে যান। এসময় দলছুট একটি হাতি তাকে শ্যুড় দিয়ে আঘাত করলে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

স্থানীয় কয়েক ব্যক্তি ভিন্ন বক্তব্য দিয়েছেন। তারা বলেন, গাড়ির চালক-হেলপারসহ কয়েকজন ব্যক্তি রাতে মদ পানের আসর বসায়। মদপানরত অবস্থায় বন্য হাতি হানা দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও রবি আলম মাটিতে পড়ে যায়। এতে দলছুট হাতিটি তাকে আচড়িয়ে হত্যা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/