সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বলিউডে আর গাইতে চান না লতা মঙ্গেশকর

বলিউডে আর গাইতে চান না লতা মঙ্গেশকর

লতা মুঙ্গেশকর। ছবি: সংগৃহীত

বলিউডের সর্বাধিক গানের গায়িকা লতা মুঙ্গেশকর। একটি সময় ছিল এমন, বলিউডের মুক্তিপ্রাপ্ত সকল ছবিতে একটি হলেও গান থাকত লতার কণ্ঠে। অথচ সেই কিংবদন্তি সুরের রানী জানালেন, তিনি আর বলিউড সিনেমার জন্য গান গাইবেন না।

দীননাথ মুঙ্গেশকর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা জানান লতা। বলিউডে আর প্লেব্যাক না করার সিদ্ধান্তে গায়িকা বলেন, ‘বলিউডের সংগীত এখন আর আমার গাওয়ার পর্যায়ে নেই। বর্তমানের গানগুলো আসলে আমার জন্য নয়। তবে আমি এটা নিয়ে কোন মন্তব্যও করতে চাচ্ছি না। কেননা সেই ক্ষমতাও আমার নেই।’

অনুষ্ঠানেই পন্ডিত দীননাথ মুঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার মেয়ে ভারতীয় কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকর। গত সোমবার তার ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে লতা গানের জগতে তার শুরুর কথা বলেন। তিনি তার বাবা সম্পর্কে বলেন, ‘তিনি (দীননাথ মুঙ্গেশকর) আমাদের যা দিয়ে গেছেন, সেই ক্লাসিকাল সঙ্গীতই সবার মাঝে ছড়িয়ে যেতে চাই।’

কিশোর কুমার, মুকেশ ও মোহাম্মদ রফিকে নিয়ে জিজ্ঞাসা করা হলে লতা বলেন, ‘সবার সঙ্গে গান গাইতেই আমার ভালো লেগেছে। তবে কিশোর কুমারের সঙ্গে সবচেয়ে দারুণ ছিল।’ পর্দায় তার প্রিয় শিল্পীর কথা জানতে চাইলে তিনি বলেন, সাধনা, মিনা কুমারি, নার্গিস,মধুবালা, কাজল সত্যিই আমার গান ভালো বুঝতো। এছাড়া জয়া বচ্চন আমাকে অনেক লক্ষ্য করতেন। আমার শাড়ি পরা থেকে শুরু করে কথা বলা সব কিছু। অভিমান ছবিতে তিনি আমার মতো শাড়িও পরেছিলেন।’

উল্লেখ্য, মাত্র তেরো বছর বয়সে মারাঠি সিনেমায় গান করে প্লেব্যাক অভিষেক করেন লতা মুঙ্গেশকর। এখনও পর্যন্ত ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। গানের সংখ্যা কয়েক হাজার। সবথেকে বেশি গান গাওয়ার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। পেয়েছেন ভারতরত্ন পুরস্কার। ২০১৫ সালে ‘ডুন্নো ওয়াই টু’ ছবিতে শেষবারের মত শোনা গিয়েছিল তার কণ্ঠ। তারপর আর সিনেমায় গান করেননি তিনি।

সূত্র:শামীমা সীমা/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/