সাম্প্রতিক....
Home / জাতীয় / প্রত্যেকে তিনটা করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রত্যেকে তিনটা করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রত্যেকটা মানুষ যাতে তিনটি গাছ লাগায়। ফলজ, বনজ, ওষুধি। আমরা বৃক্ষ রোপণের প্রকল্প হাতে নিয়েছি। একমাত্র বৃক্ষ রোপণ করে পরিবেশ দূষণ রক্ষা করতে পারি। প্রাকৃতিক বৈচিত্র রক্ষা করতে পারি।’

৪ জুন রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ মানুষের অনুকূলে থাকতে হবে। আমাদের সব সময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সব মিলিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিকার দিয়ে তাকিয়ে থেকে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। শিল্পায়ন করতে হলে আমাদের যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নতি করার শক্তি পাই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। সব হারানোর পরও চিন্তা করতাম, যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছেন তাদের জন্য কিছু করতে পারলে তার আত্মা শান্তি পাবে।

সে সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/