সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ক্যাশবক্স ভেঙ্গে নগদ টাকা চুরি করে কর্মচারীর পলায়ন

ঈদগাঁওতে ক্যাশবক্স ভেঙ্গে নগদ টাকা চুরি করে কর্মচারীর পলায়ন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ক্যাশবক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে কর্মচারীর পলায়ন হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্ব এলাকায় সুখী ডেকোরেশনের কর্মচারী চকরিয়া উপজেলার খুটাখালী নতুন পাড়া এলাকার মোহাম্মদুল হক ঐ দোকানের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ১৭ অক্টোবর বিকেল তিনটার দিকে দোকান মালিকের অজান্তে ক্যাশ ভেঙ্গে নগদ ১০/১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ঐ কর্মচারী তারই কিছুক্ষণ পর ডেকোরেশন মালিক জালালাবাদ সওদাগর পাড়ার মোহাম্মদ শরীফ দোকানে এসে হিসাব নিকাশ শেষে ক্যাশবক্সে টাকার জন্য হাত দিলে, টাকা না থাকায় হতভম্ব হয়ে পড়ে। পরপরই শরীফ স্থানীয় আরেক ডেকোরেশন কর্মচারী মোজাফ্ফরকে সাথে নিয়ে বাজার ও বাসষ্টেশন এলাকায় পালিয়ে যাওয়া কমর্চারীর খোঁজ নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নগদ টাকা এবং কর্মচারী মোহাম্মদুল হকের খোঁজ পাওয়া যায়নি বলে জানান সুখী ডেকোরেশন মালিক মোহাম্মদ শরীফ। তিনি এ বিষয়ে স্থানীয় তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/