সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অসময়ে টানা বৃষ্টি ও সমুদ্রে অতি জোয়ার : পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে দুই গ্রাম প্লাবিত

অসময়ে টানা বৃষ্টি ও সমুদ্রে অতি জোয়ার : পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে দুই গ্রাম প্লাবিত

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

বৈরী আবহাওয়ায় অসময়ে টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারে বেড়িবাঁধ ভেঙ্গে টপকে চিংড়ি ঘের, দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে দু’শতাধিক বসতি। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জোয়ারের পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়। উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা ও নতুন ঘোনা এলাকার চিংড়ি ঘের ও কাঁচা বসতঘরের ক্ষতি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বকশিয়া ঘোনা এলাকার উওর পাশে জহিরের দোকানের পিছনে ও পশ্চিম পাশে নেজামের বাড়ীর সামনে বেড়িবাঁধে দুটি আলাদা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে।

রাজাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ইসমাইল বলেন, জোয়ারে পানি প্রবেশ করে চিংড়ি ঘের, কাঁচা বসতঘরের ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর বলেন, বেড়িবাঁধের এসব অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বেড়িবাঁধ নির্মাণের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের অবহেলার কারণে বকশিয়া ঘোনা এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহাবুব-উল করিম বলেন, নিম্নচাপের প্রভাবে সামদ্রিক জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট উচু হওয়ায় অরক্ষিত বাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করে সামান্য ক্ষতি হয়েছে। তবে খোঁজ নিয়ে দেখছি ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Khorshida-Jannat-Sagar-14-5-224.jpeg

ইসলামিক ফাউন্ডেশনের ফাহমিদা বেগমের সাথে ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষকের সাক্ষাৎ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সাথে ঐতিহ্যবাহী ঈদগাহ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/