সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় বক্তারা

চকরিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক কর্মশালায় বক্তারা

গ্রাম আদালতকে গ্রহণযোগ্য ও সক্রিয় করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়াতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় কক্সবাজারের চকরিয়ায় অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়া উপজেলা পরিষদ ‘মোহনায়’ স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্টিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা এনজিও সমন্বয়ক মো.নোমান, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান, ইউএনডিপি’র কর্মকর্তা মি.এ মং ও ব্লাস্টের উপজেলা কর্মকর্তা মো.সায়েমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার।

কর্মশালায় অতিথিরা বলেন, গ্রাম-গঞ্জের মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতমুখি হলে এবং ওই আদালতের বিচার ব্যবস্থায় মানুষ সন্তুষ্ট হলে পুরো উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তারা আরো বলেন, গ্রাম আদালতকে গ্রহণযোগ্য ও সক্রিয় করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। তাই জনপ্রতিনিধিদেরও গ্রাম আদালত সম্পর্কে জ্ঞান অর্জনে ব্যাপক পড়াশোনার পাশাপাশি বিচার ব্যবস্থার বিভিন্ন কর্মশালায় অংশ নিতে হবে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/