সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বৈদ্যুতিক শক সার্কিটের আগুনে দুই দোকান পুড়ে ছাই

চকরিয়ায় বৈদ্যুতিক শক সার্কিটের আগুনে দুই দোকান পুড়ে ছাই

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শক সার্কিটের আগুনে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ খোদারকুম এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, সকালে টমটমের গ্যারেজে কাজ করছিল শ্রমিকরা। এসময় হঠাৎ বিদ্যুতের শক সার্কিট হলে মুহুর্তের মধ্যে দোকানে আগুন লেগে যায়। এসময় টমটমের পাশে বেডিং হাউজ দোকানেও আগুন লাগে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

অগ্নিকান্ডের ঘটনায় বেলাল উদ্দিনের টমটম গ্যারেজ ও আলতাফ হোসেনের বেডিং হাউজ পুড়ে অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, অগ্নিকান্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু। এসময় ক্ষতিগ্রস্তদের পৌরসভার পক্ষ থেকে আর্র্থিক সাহায্য দেয়ার আশ্বাস দেন পৌর মেয়র।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/