সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মারামারি : আহত-২৫ : আটক ১

চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মারামারি : আহত-২৫ : আটক ১

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে দুই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় স্কুলের অন্তত ২০-২৫জন পরিক্ষার্থী কমবেশী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ পালাকাটা উচ্চ বিদ্যালয়ের আরিফুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করে।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় সাধারণ পরীক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত বুধবার এসএসসি’র ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের এক পরিক্ষার্থী ছাত্রের সাথে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর শরীরে কনুই লাগার তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর ওই দুই স্কুলের পরীক্ষার্থীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০-২৫জন ছাত্র আহত হয়।

ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের এএসপি কাজি মো.মতিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/