সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান : বালি জব্দ : মামলা দায়ের

ঈদগাঁওতে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান : বালি জব্দ : মামলা দায়ের

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জের মেহেরঘোনা বিটের ভাদীতলা, মাছুয়াখালী বিটের কানছিরাজিরি নামক এলাকায় সংরক্ষিত বনে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিট্রেট নাজিম উদ্দিনের নেতৃত্বে এবং মেহেরঘোনা রেঞ্জের সহযোগিতার মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধভাবে উত্তোলিত ৯৬ হাজার ৩৮৮ ঘনফুট বালি জব্দ করা হয়। অবৈধ বালি উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৫ জনকে আসামী করে বন আইনে মামলা রুজু করেন মেহেরঘোনা রেঞ্জ কমর্কতা মামুন মিয়া।

এ অভিযানে বিজিবি রামু শহর ক্যাম্প ও মেহেরঘোনা রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকতাসহ ষ্টাফগন সহযোগিতা করেন। এ বিষয়ে মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়া উপরোক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সভিউ ডট কম’এর এ প্রতিবেদককে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগড়ে পাহাড়ি ঢলে বসতবাড়ি নদীগর্ভে বিলীন : পুনর্বাসনের সহযোগিতা কামনা 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : চলমান বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঈদগড়ে এবার একাধিক বসতবাড়ি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/