সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ব্রাজিলে ফুটবল ক্লাবে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত

ব্রাজিলে ফুটবল ক্লাবে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত


ব্রাজিলের অন্যতম সেরা ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব দলের অনুশীলন কেন্দ্রের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

রিও ডি জেনিরোর পুলিশ বিভাগ জানিয়েছেন, এখানে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুণ লাগাকর কারণ এবং হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ডরমিটরিতে খেলোয়াড়রা ঘুমিয়ে ছিলেন।

জি-ওয়ান নিউজের খবরে বলা হয়, ভোর আগুন লাগার দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রিও ডি জেনিরোর পশ্চিমে ভারগেম গ্রান্দে অবস্থিত ফ্লামেঙ্গোর স্পোর্টস কমপ্লেক্স। এখানে মূলত একাডেমির ১৪ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়েরাই থাকে।

সর্বশেষ খবর অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে ৪ জন ক্লাবের একাডেমির খেলোয়াড়, ২ জন ক্লাবে ভর্তি হওয়ার জন্য ট্রায়াল দিতে এসেছিল। বাকি ৪ জন ক্লাবের কর্মকর্তা।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/02/School-Sagar-4-2-24.jpg

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/