সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / তৃণমূলের আস্তার প্রতীক কক্সবাজার সদরে চেয়ারম্যান প্রত্যাশী আবু তালেব এগিয়ে

তৃণমূলের আস্তার প্রতীক কক্সবাজার সদরে চেয়ারম্যান প্রত্যাশী আবু তালেব এগিয়ে


এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, বর্তমান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব এগিয়ে রয়েছে। সৎ-যোগ্য নেতৃত্ব, তৃণমূলের আস্তার প্রতীক, সুখ-দুঃখের সাথী, আবু তালেবকে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রদানের দাবী সর্বশ্রেণী পেশার লোকজনের।

সদর আ,লীগের অতন্দ্রপ্রহরী, তৃণমূলের কর্মী বান্ধব প্রিয়নেতা তালেব রাজনীতির পাশাপাশি ঈদগাঁও কলেজের পরিচালনা পরিষদ সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সুনিপুণ নেতৃত্ব ও মার্জিত আচার আচরণের ফলে আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীর কাছেও তিনি এক উদাহরণ বটে। সফলতার সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আজ অবধি পর্যন্ত।

তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নিবার্চিত হয়ে সভাপতির দায়িত্বে আছেন কয়েক বছর ধরে। তাঁর সাংগঠনিক দূরদর্শিতার কারণে কক্সবাজার সদর আওয়ামীলীগের শক্ত অবস্থান দৃশ্যমান তা অতীতে কখনো প্রশংসনীয় ছিলনা। তৃণমূলের ভোটে সভাপতি হওয়াটা ছিল নেতাকর্মীর কাছে তাঁর গ্রহণযোগ্যতার একটি জ্বলন্ত উদাহরণ।

গতবারেও উপজেলা নির্বাচনে সাবেক সফল ছাত্রনেতা আবু তালেব ত্যাগ স্বীকার করে ছিলেন। দীর্ঘবছর ধরে তালেব আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে রাজনীতিতে সক্রিয়।

তিনি কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৩-১৯৮৫); কক্সবাজার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৬-১৯৮৮) ও সভাপতি (১৯৮৮-১৯৮৯), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক (১৯৮৯-১৯৯১), সাংগঠনিক সম্পাদক (১৯৯১-১৯৯৫), সাধারণ সম্পাদক (১৯৯৫-১৯৯৮) ও সভাপতি (১৯৯৮-২০০৩), বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সদস্য (২০০৩-২০১৬), বর্তমান কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে দক্ষ ও সফলতার সাথে। তিনি বণাঢ্য রাজনীতিক ক্যারিয়ারের অধিকারী। তাছাড়াও তিনি নানা সামাজিক সংগঠনের সহিত জড়িত রয়েছে। তালেব কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর বাসিন্দা। যেখানে সর্বোচ্চ পরিমাণ ভোটার।

অতীতে ভোটের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এ এলাকা থেকে প্রার্থী হয়ে যারা নিবাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন তারাই জিতেছেন। কারণ ঈদগাঁও এলাকার ভোটারেরা আঞ্চলিকতাকে প্রাধান্য দেয় বেশিভাগই। সেই বিবেচনায়ও আবু তালেব এগিয়ে তৃণমূল এবং গ্রামীণ জনপদের লোকজনের জরিপে।

এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু আসনের নৌকার প্রাথীকে বিজয়ী করার জন্য নেতাকমীদের সাথে নিয়ে গভীর রাত অবধি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম যিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তিনি একজন একনিষ্ট মুজিব প্রেমিক। জননেত্রী শেখ হাসিনার সাহসী ও বিশ্বস্ত সৈনিক।

দীর্ঘ ৩৬ বছরের পরিক্ষীত, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। শত শত নেতৃত্ব সৃষ্টির কারিগর। সময় এসেছে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার কারী শিক্ষিত, মার্জিত এবং গ্রহণযোগ্য একজন নিবেদিত নেতা মূল্যায়ন করার। এই দাবী এখন সদরের সর্বস্তরের জনতার এবং নেতাকর্মীদের।

এ সাহসী ও যোগ্য নেতাকে আসন্ন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদানের জোর দাবী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/