সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে ৮৩ ঘনফুট কাঠ পাচারকালে ট্রাক আটক

ঈদগড়ে ৮৩ ঘনফুট কাঠ পাচারকালে ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগড়ে পাচারকালে কাঠসহ ট্রাক আটক করলো বনবিভাগ। ১৯ ফেব্রুয়ারী বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদের নেতৃত্বে ঈদগড় ধুমছাকাটা থেকে ২৯ টুকরা বিভিন্ন প্রজাতির (৮৩ ঘনফুট কাঠ)সহ একটি ট্রাক আটক করে। অভিযানে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাইশারী থেকে আসা ট্রাক পটুয়াখালী ঢ ১১-০০২৪ গাড়ীটিতে উপরে গাছের গুন এবং নিচে গাছের টুকরো দিয়ে বন বিভাগকে ফাঁকি দিয়ে কাঠ গুলো পাচারকালে বিভাগীয় বন কর্মকর্তা ও ঈদগড় রেঞ্জ কর্মকর্তার সন্দেহ হলে গাড়িটি চেক করার পর কাঠগুলো ধরা পড়ে।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক কক্সভিউ ডট কম’কে জানান, অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিল এবং থাকবে। পাশাপাশি আটক কাঠসহ গাড়িটি স্থানীয় বন বিভাগের হেফাজতে রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট

  মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :ভূমি বিরোধের জের ধরে লামায় মোঃ ইব্রাহিম (৫৫) নামে কৃষকের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/