সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফ কেওড়া বাগানে পাওয়া গেল ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা

টেকনাফ কেওড়া বাগানে পাওয়া গেল ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ নাফনদী সীমান্ত এলাকা থেকে ফের ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করল বিজিবি। তবে এই ইয়াবা গুলো মালিকবিহীন। তথ্য সুত্রে জানা যায়, ২৩ অক্টোবর বুধবার ভোর রাত সাড়ে তিন টার দিকে ২ বিজিবি সদস্যদের অভিযানে দমদমিয়া নাফনদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় থেকে ইয়াবা এই বড় চালানটি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বুধবার ভোররাতে টেকনাফ দমদমিয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান খালাস করার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ঐ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫ জন লোক সাঁতরিয়ে নাফনদী সংলগ্ন হাজির খাল কেওড়া বাগান এলাকা দিয়ে উঠে যেতে দেখে, বিজিবি টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পাচারকারীরা অন্ধকারে তাদের কাঁদে থাকা ইয়াবাভর্তি ব্যাগ গুলো ফেলে দিয়ে কৌশলে দ্রুত পালিয়ে যায়। এরপর টহলদল পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে উক্ত স্থান থেকে ১২কোটি, ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৪ লক্ষ, ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

বিজিবি কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ২ বিজিবি দপ্তরে জমা রাখা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পাহাড় কাটার বিরুদ্ধে গভীররাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, স্কেভেটর ধ্বংস

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় গভীর রাতে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/