সাম্প্রতিক....
Home / জাতীয় / একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু আজ

একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদ। সংগৃহীত ছবি

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

এর আগে, গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। গত চতুর্থ অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টম্বর শেষ হয়। তবে অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ কত কার্যদিবস হবে তা ঠিক হবে।

সূত্রে আরও জানায়, চলমান বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক বিষয় এ অধিবেশনে আলোচনায় উঠে আসবে। এসব ইস্যুতে এবারের সংসদ অধিবেশন উত্তপ্ত থাকবে।

সূত্র: lawyersclubbangladesh.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/