সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে রমজানের আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হতাশ জনসাধারণ

রামুতে রমজানের আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হতাশ জনসাধারণ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/03/Bazar-kamal-16-3-22.jpg?resize=350%2C200&ssl=1

রামুতে রমজানের আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হতাশ জনসাধারণ

কামাল শিশির; রামু :

রমজানের আগে রামুর ফকিরা বাজারসহ উপজেলার ঈদগড় বাজার,গর্জনিয়া বাজার, রশিদ নগর বাজার, কাউয়ারখোপ বাজার, চাকমারকুল বাজারে সবজিসহ নিত্যপন্যের দাম আকাশচুম্বী। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

দিন দিন বাজারদর বাড়ার কারণে হতাশ কর্মহীন লোকজন।

মুড়ি থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে বেশি দামে। অপরদিকে আদা, রসুন, চনার ডাল, মশুর ডাল, সয়াবিন তৈল, পেয়াজ, চালের দামসহ আরো নানা প্রয়োজনিয় নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

ঈদগড় বাজার ও গর্জনিয়া বাজারে আগত ক্রেতা মোঃ বাবুল ও সেলিম উদ্দিন জানান,বাজারে পণ্য সরবরাহ থাকার পরও শুধু ব্যবসায়ীদের বাড়তি মুনাফার চিন্তায় দাম বাড়িয়ে নিচ্ছে কিছু অতি মুনাফালোভী ব্যবসায়ীরা।

অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাসহ বাজার মনিটরিং করার জন্য রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/