সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে তিনব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব শুরু ৩০ মার্চ : সর্বত্রই সাজ সাজ রব

ঈদগাঁওতে তিনব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব শুরু ৩০ মার্চ : সর্বত্রই সাজ সাজ রব

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/03/sagar-27-3-22.jpg?resize=620%2C455&ssl=1

ঈদগাঁওতে তিনব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব শুরু ৩০ মার্চ : সর্বত্রই সাজ সাজ রব

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে তিনদিন ব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব ৩০ মার্চ শুরু হতে যাচ্ছে। উৎসবকে সামনে রেখে সর্বত্রই সাজ সাজ রব বিরাজ করছে। চলছেই দেয়াল ভিত্তিক আল্পনা অংকন। কবিতা ও সাহিত্য প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপনের ত্রিকাল সম্মিলিন উপলক্ষে এ উৎসবে দুইটি ভেন্যু নির্ধারন করা হয়। দুইটি দুই জায়গাতে। দীর্ঘবছর পর এ কবিতা উৎসবকে ঘিরে প্রচারনাসহ দেয়ালে আল্পনা কার্যক্রম অব্যা হত রয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ও কবিতা উৎসবের নান্দনিক আল্পনাসহ হরেক রকমের কারুকায্য শোভা পেয়েছে দেয়ালে দেয়ালে।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/03/sagar-27-3-221.jpg?resize=620%2C419&ssl=1

ঈদগাঁওতে তিনব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব শুরু ৩০ মার্চ : সর্বত্রই সাজ সাজ রব

‘মুক্তির মন্দির সোপান তলে’ প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী স্বাধীনতা কবিতা উৎসবের উদ্বোধনী পর্ব ৩০, ৩১ মার্চ (ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও) ও সমাপনি পর্ব ১ এপ্রিল (হুদা কবিতা মঞ্চ, কক্সবাজার) তিন দিনের বর্ণিল এ উৎসবে সেমিনার, কবি কণ্ঠে কবিতা পাঠ, হঁলা, পুঁথিপাঠ, আঞ্চলিক বিয়ে সঙ্গীত, ফানুস উড্ডয়ন সহ কক্সবাজারের লোকজ সংস্কৃতি দিয়ে সাজানোর কথা জানালেন সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক কাফি আনোয়ার।

এই উৎসবে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, রাঙামাটি, কক্সবাজারের বরেণ্য ও খ্যাতিমান কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, লোকশিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ সহ দল মত ধর্ম নির্বিশেষে বিপুল সংখ্যক কবিতাপ্রেমী সৃজনশীল, মননশীল অংশীজন যোগদান করার কথা জানালেন আয়োজক কমিটি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/