সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ১০ম গ্রেডের দাবীতে লামার ৮৫টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেডের দাবীতে লামার ৮৫টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন

https://coxview.com/manob-bondhon/১০ম গ্রেডের দাবীতে লামার ৮৫টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
১০ম গ্রেড দাবীতে লামা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যানার, পেস্টুন নিয়ে সহকারী শিক্ষকদের অবস্থান।

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

“আমাদের অধিকার, আমাদের সচেতনতা” এই স্লোগানকে সামনে রেখে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড প্রদানের প্রস্তাবনা প্রত্যাখান করে ১০ম গ্রেড প্রদানের ১ দফা দাবীতে মানববন্ধন করেছেন লামা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

 

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লামা উপজেলার সহকারী শিক্ষকরা স্ব-স্ব বিদ্যালয়ের সামনে ব্যানার, পেস্টুন নিয়ে দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।


বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ লামা উপজেলা শাখার নেতৃবৃন্দরা জানান, ১০ম গ্রেড বাস্তবায়নে ব্যানার, পেস্টুন লাগানো ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের সদস্য আকরাম হোসেন জুয়েল, আলী হোসেন, জাহেদুল ইসলাম খোকা, আবু বক্কর, নাজমুল আলম শামীম, আজগর হোসেন, নাছির উদ্দিন, মিলন বড়ুয়া, শুভংকর বড়ুয়া, তৌহিদুল ইসলাম, মোঃ মিল্লাত, মোঃ ইয়াছিন, চমং মার্মা, মোঃ হাবিব, রাহুল ত্রিপুরা, শামসুন নাহার, আমির হোসেন ও উজ্জ্বল সহ প্রমূখ।

 

সহকারী শিক্ষক আজগর হোসেন বলেন, আমরা এক দফা দাবী উল্লেখ করে লামা উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একসাথে মানববন্ধনে অংশ নেয়। সহকারী শিক্ষক আকরাম হোসেন জুয়েল বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর অথচ আমরা অবহেলিত। আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে সদয় অনুগ্রহ কামনা করছি, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হোক।

 

সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম খোকা বলেন, সহকারী শিক্ষকদের বেতন হয় ১৩তম গ্রেডে। মূল বেতন, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা সহ আমরা যা বেতন পাই তা দিয়ে বর্তমান উর্দ্ধমুখি দ্রব্যমূল্যের বাজারে কোনমতে চলা যায়না। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনোকষ্টে আমরা পাঠদান সহ জীবিকা নির্বাহ করি। আমাদের দাবী পূরণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য

  এম আবু হেনা সাগর; চট্টগ্রাম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের ন্যায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/