সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চৌফলদন্ডীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

চৌফলদন্ডীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার


নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর মাঝেরপাড়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বহু মামলার আসামী জিয়াবুলের বসতবাড়ি ও তার আস্তানায় তল্লাশী চালিয়ে বিপুল সংখ্যাক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে।


শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সূত্রের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইষ্ট বেংগল কর্তৃক পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


মুলতউদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো করে আসছিল।


র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদন্ডি মাঝেরপাড়া এলাকার জনৈক জিয়ার বাড়িতে অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর বস্তাবন্দি ১টি এক নলা লম্বা বন্দুক, তিনটি এলজি, সাতটি কার্তুজ, সাতটি চাপাতি, ৫০ গ্রাম গাঁজা এবং গুরুত্বপূর্ণ দলিল দস্তাদি জব্দ করা হয়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।


উদ্ধার করা অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য

  এম আবু হেনা সাগর; চট্টগ্রাম : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের ন্যায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/