সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও ও ঈদগড়ে পুলিশের অস্ত্র উদ্ধার : আটক ১৩

ঈদগাঁও ও ঈদগড়ে পুলিশের অস্ত্র উদ্ধার : আটক ১৩

Handcaff - Hamid 25-10-2015 (news & 1pic) f1হামিদুল হক; ঈদগড় :

ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে সাবেক ইউপি মেম্বার সহ তিন ব্যক্তির অপহরণ পরবর্তী জেলা পুলিশের বিশেষ চিরুনী অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দু’স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ ১৩ জনকে আটক করেছে। এদের মধ্যে কয়েকজনকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে।

এদিকে অপহৃত তিন ব্যক্তিকে পাহাড়ের পাদদেশে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

সূত্রে প্রকাশ, কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় কেন্দ্রীক সড়ক ও পাহাড়ী এলাকায় সম্প্রতি উদ্বেগজনক ভাবে ডাকাতি, অপহরণ ও নানা অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কক্সবাজার মডেল থানা, রামু থানা, ঈদগাঁও এবং ঈদগড় পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম গত কয়েকদিন আগে ধারাবাহিক চিরুনী অভিযান শুরু করে।

শনিবার মধ্যরাত থেকেই পর দিন রোববার পর্যন্ত এ অভিযানে ঈদগড়ের ক্রাইম পয়েন্ট কুদালিয়াকাটা, পানিস্যাঘোনা, ধুমছাকাটা, হাসনাকাটা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়।

অন্যদিকে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার দূর্গম পাহাড়ী এলাকায় অস্ত্র শস্ত্রসহ বসবাসরত সন্ত্রাসী অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি কাটা বন্দুক, দা, ছুরি ৩টি, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি হাতুড়ি, মহিশের শিং ও গাছের তৈরি ২টি বিশেষ সংকেত যন্ত্র, চেকবই, আইডি কার্ড ও মানিব্যাগ।

আটককৃতরা হচ্ছে সদর উপজেলার ইসলামাবাদ পশ্চিম বোয়ালখালীর জয়নাল আবেদীনের পুত্র জাগির হোসাইন, ইসলামপুর ভিলিজার পাড়ার মৃত ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ সালাম, রামুর ঈদগড় বড় বিলের আবুল কাশেমের পুত্র শহিদু, পানিস্যাঘোনার শহর আলীর পুত্র নুর মোহাম্মদ কালু, মমতাজ আহমদের পুত্র সেলিম, আলী হোসেনের পুত্র সাঈদুল হক, ধুমছাকাটার জাফর আলমের পুত্র নবী হোসেন প্রমুখ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র টু আইসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নেতৃত্বে এএসপি সদর সার্কেল ছত্রধর ত্রিপুরা, রামু ও চকরিয়া থানার ওসি, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র আইসি, ঈদগড় পুলিশ ফাঁড়ি আইসি দূর্গম পাহাড়ী এলাকায় পৃথক অভিযান চালায়।

সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলে তৃণমূল পর্যায়ের এ চিরুনী অভিযানে ইসলামাবাদ গজালিয়ার অদূরে সংরক্ষিত রাজঘাট বনাঞ্চলের দূর্গম পাহাড়ী এলাকায় হানা দিয়ে পুলিশ দল অস্ত্রশস্ত্র সহ তিনজনকে আটক করে। তবে এদের মধ্যে জাগির হোসাইন ছাড়া অন্য দু’জনকে সন্দেহজনক ভাবে আটক করেছে পুলিশ।

এদিকে ঈদগাঁও ঈদগড় সড়কের পূর্ব গজালিয়া এলাকা থেকে অপহরণকৃত তিন জনকে অবশেষে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। গজালিয়ার একটি পাহাড়ের পাদদেশ থেকে ঈদগাঁও পুলিশ তাদের উদ্ধার করেছে বলে জানান টু আইসি মোঃ জাহাঙ্গীর আলম। অপহৃতদের মধ্যে বাইশারী ইউনিয়নের একজন সাবেক মেম্বারও ছিলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কল্যাণে অপহরণ ঘটনায় দেশব্যাপী আলোচিত হলে উর্ধ্বতন পুলিশের টনক নড়ে। জেলার কয়েকটি থানার পুলিশ ছাড়াও পার্শ্ববর্তী পাবর্ত্য লামা ও নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাটি নিয়ে বেশ তৎপর হয়ে উঠে। এক পর্যায়ে অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের এ চিরুনী অভিযান আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানান ঈদগাঁও তদন্ত কেন্দ্র আইসি মোঃ মিনহাজ মাহমুদ ভূঁইয়া।

এদিকে আটককৃতদের পরিবারের কারো কারো অভিযোগ, পুলিশ সন্দেহের বশবর্তী হয়ে কাউকে কাউকে আটক করেছে। এরিপোর্ট লিখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/