সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আমেরিকার দুঃখজনক পরিণতি ঘটবে- উত্তর কোরিয়া

আমেরিকার দুঃখজনক পরিণতি ঘটবে- উত্তর কোরিয়া

Koriaউত্তর কোরিয়া শীর্ষ নিউজ ডেস্ক: আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার দুঃখজনক পরিণতি ঘটবে বলে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া।

দেশ দুইটির বিরুদ্ধে কথিত প্রতিশোধমূলক ন্যায় যুদ্ধ চালানোর হুমকি দিয়ে পিয়ংইয়ং এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিয়ন-হাই এবং তার মার্কিন মিত্রদের দুঃখজনক পরিণতি ঘটবে।

কোরীয় উপদ্বীপে ফোল ইগল নামের এ যাবত্কালের সবচেয়ে বড় যে সামরিক মহড়া দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা একযোগে চালাচ্ছে তাকে ‘তৃতীয়মাত্রার অভিশপ্ত উস্কানি’ বলে মন্তব্য করে এ বক্তব্য দেয় উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ায় আগ্রাসনের লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে বলে মনে করে পিয়ংইয়ং।

এ মহড়ায় ১৭ হাজার মার্কিন এবং তিন লাখ দক্ষিণ কোরিয়ার সেনাসহ যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী অংশ গ্রহণ করছে। এ ছাড়া, এতে তাজা গুলিও ব্যবহার করা হচ্ছে।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/